Friday, April 13, 2018

Meditation and five sense



মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন এই পৃথিবীর সাথে সম্পর্ক থাকে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। মানুষের পঞ্চ ইন্দ্রিয়গুলো হচ্ছে চোখ. কান, নাক, ত্বক ও জিহ্বা। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘ্রান নেয়, ত্বক দিয়ে অনুভব করে এবং জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করে।

মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিন সে জাগতিক চাওয়া পাওয়ার মধ্য দিয়ে এগোতে থাকে এবং ক্রমান্বয়ে জাগতিকভাবে, জীবনে পূর্ণতা লাভ করে। মানুষের চাওয়াকে মোটামুটিভাবে তিন ভাগে ভাগ করা যায়। যেমন, সুস্বাস’্য, শানি- ও সমৃদ্ধি। এই চাওয়া-পাওয়াকে জীবনে প্রতিষ্ঠিত করতে হলে, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্য নিতে হয়। পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিতভাবে যদি জীবনের চলার পথে ব্যবহার করা যায় তাহলে, জীবনে সাফল্য আসবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন’ পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখাই বড় সমস্যা। পঞ্চ ইন্দ্রিয় কখনও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অথবা কর্মহীন হয়ে পড়ে। পঞ্চ ইন্দ্রিয়ের এই দুই অবস’াই মানুষের জীবন চলার পথে বিরাট অন-রায়। এই কারণে প্রতিটি ধর্মশাস্ত্র বা সাধক পুরুষেরা বলে থাকেন যে, পঞ্চ ইন্দ্রিয়কে সব সময় নিয়ন্ত্রণে রাখ- পঞ্চ ইন্দ্রিয় যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে। তাহলেই জীবনে উন্নতি হবে। জীবনে শানি- আসবে, সমৃদ্ধি আসবে।

মূল কথা হলো, পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখলে জীবনে সমতা আসে। জীবন সুন্দর হয়। চাওয়া-পাওয়ার মধ্যে সামঞ্জস্য আসে। ভারসাম্যপূর্ণ জীবন তৈরি হয়। সে জন্যই যুগে যুগে সাধক পুরুষেরা ধ্যানের আশ্রয় নিয়েছেন, এখনও নিচ্ছেন। ধ্যানের মধ্য দিয়ে পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ।

আপনিও চাইলে নিয়মিত ধ্যান চর্চার মধ্য দিয়ে পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এর জন্য প্রয়োজন দিনের কোনো এক সময় নিজের মধ্যে নিজে ডুব দেয়া। অর্থ্যাৎ আপনার ভিতরে আপনাকে খোঁজার চেষ্টা করতে হবে। তাহলেই একদিন দেখবেন আপনি আপনার নিয়ন্ত্রণে চলে এসেছেন। অর্থাৎ পঞ্চইন্দ্রিয় আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে।

0 comments:

Post a Comment

Throne