Tuesday, September 24, 2019

সঠিক জীবনদৃষ্টি

একটা বিষয় ভেবে দেখেছেন কি, মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায় কিন্ত, আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য যথেষ্ট টাকা পাই না। অথচ পৃথিবী থেকে চিরবিদায় নেবার পরও বহু মানুষের প্রচুর টাকা উদ্বৃত্ত থেকে যায়। অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ্য জীবন লাভ করা বেশি জরুরী। একবার একজন চীনা বিত্তবান মারা গেলেন, ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে নিলেন। সদ্য বিবাহিত ড্রাইভার ভাবলেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আসলে আমার সহৃদয় মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন! তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সে ভাবে গড়া উচিত নয় কি? * দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়। * একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না। * প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না। * কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না। * সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার কবরে যেয়ে প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে উঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।

তাই কি করনীয় : # অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন। # অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। # মানুষকে ক্ষমা করে দিন। # রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেহই আপনার রাগকে বা রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে আপনাকে রগচটা পাগলা বলে ডাকে। # পিপাসার্ত না হলেও পানি পান করুন। # সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছেড়ে দিতে হয়, ছাড় দিতে হয়। # যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসংগীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুজতে দিন, সেই আপনার সবচেয়ে আপন কারন আপনার সবরকম দুঃসময়ে সেইই পাশে থাকে বা থাকবে। # ক্ষমতাধর হলেও বিনয়ী হোন। # সুযোগ পেলেই পরিবারপরিজন নিয়ে নিজের দেশকে এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন। # ধনী না হলেও তৃপ্ত থাকুন। # মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টিজলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদের আলো লাগাবেন। # মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাটুন। আর সৃষ্টিকর্তাকে নিয়মিত স্বরণ রাখবেন। # সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগপেলেই কৌতুক পড়বেন, পরিবারের সকলকে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন। (কালেক্টড)

0 comments:

Post a Comment