Monday, June 22, 2020

বিএসএমএমইউ ফিভার ক্লিনিকের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি Online COVID-19 appointment at BSMMU

নিচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ

অন্তঃসত্ত্বা নারীদের করোনা পরীক্ষা করানোর জন্যে কোন অ্যাপয়েন্টমেন্ট এর প্রয়োজন নেই !!! তারা যথাসময়ে সরাসরি উপস্থিত হয়ে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা করাতে পারবেন !!!!

বিএসএমএমইউ ফিভার ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে "অ্যাপয়েন্টমেন্ট ফর্ম" পূরণ করুন।

অ্যাপয়েন্টমেন্ট গ্রহনকারীদের মোবাইল নম্বরে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নম্বর (+৮৮০১৫৫২১৪৬২০২) থেকে প্রেরিত এসএমএসটি প্রদর্শনপুর্বক উল্লেখকৃত সময় অনুযায়ী ফিভার ক্লিনিকে এসে চিকিৎসাসেবা গ্রহন করতে হবে।

উল্লেখ্য যে, বিশেষ কোটায় অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্তদের চিকিৎসাসেবা গ্রহণের সময় নিয়োগকর্তা বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্বীকৃত ও গ্রহনযোগ্য পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ অ্যাপয়েন্টমেন্ট গ্রহন করার পর সু-নির্দিষ্ট কারণ ব্যতীত কেঊ অনুপস্থিত থাকিলে কর্তৃপক্ষ পরবর্তী সময়ে তার মোবাইল নম্বরে কোন অ্যাপয়েন্টমেন্ট প্রদান না করার সিদ্ধান্ত নিতে পারে।

অ্যাপয়েন্টমেন্ট ফর্ম

 
       
বয়সঃ * (ইংরেজি সংখ্যায়)
  
 
 
                                                                সাক্ষাৎকার নিশ্চিত করুন 

এপয়ন্টমেন্ট ছাড়ার সময়:

সাধারণত সকাল 8.00-9:00-9:30 এর মধ্যেই এপয়ন্টমেন্ট ছাড়ে। ব্যতিক্রম 9:30 মিনিট। পরের দিনের এপয়ন্টমেন্ট আগেরদিন ছাড়ে।

এপয়ন্টমেন্ট 
সময় সিলেক্ট করে সাক্ষাৎকার নিশ্চিত করুন এ ক্লিক করা হলে নিচের মতো একটি ইউন্ডো আসবে। এটা আপনার সেইভ করার দরকার নেই। ঠিক একই ম্যাসেজ ইংরেজিতে আপনার 
মোবাইলেও পাবেন। 

এরপর নির্ধারিত দিনে শাহবাগ বঙ্গবন্ধ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে যাবেন। সকালে একটু লাইন হয়। তা আবার সর্বেোচ্চ 50 জনের লাইন। খুবই দ্রুত সামনের দিকে এগোয়। কিন্তু 11:00 টার পর আর কোন লাইন থাকে না। একদম খালি থাকে। 

বন্ধ:
শুধুমাত্র শুক্রবারের ডেট ছাড়েনা অর্থ্যাৎ বৃহস্পতিবার এপয়ন্টমেন্ট পাবেন না কিন্তু শুক্রবারে শনিবারের এপয়ন্টমেন্ট পাবেন।

ফি:
মূলত এটা ডক্টর দেখানো ফি। ডক্টর সাজেক্ট করে তখন আপনাকে তারা কোভিড নাইটি এর টেস্ট করে। তো ডক্টর ফি মাত্র 30টা। যা গেটে নিয়ে নিবে।
এরপর ভিতরের প্রোসেসগুলো আপনিই পারবেন।
তো ফরম পূরণ এবং এপয়ন্টমেন্ট ডেট নিতে

0 comments:

Post a Comment