সময় মাত্র তিন মাস !!!
# মাত্র তিন মাস লাগলো
আমার এটা বুঝতে যে :
এই জগতে এমন অনেক জিনিস আছে যা না হলেও আমি দিব্যি ভাল থাকতে পারি !
# মাত্র তিন মাস লাগলো
আমার বুঝতে যে :
নিত্য নতুন রেস্টুরেন্টে গিয়ে একটা কফির পেছনে ৩০০ টাকা খরচ না করলে আমার কিছুই যাবে আসবে না। বছরে দুই চারটা ট্যুর না দিলেও আমার তেমন কিছুই হবে না !
# মাত্র তিন মাস লাগলো
আমার বুঝতে যে :
আমার আলমারি ভরা কাপড়, সেলফ ভরা জুতা, ড্রয়ার ভরা দামি দামি শতাধিক ব্যান্ডের মেকআপ, এগুলো কোনটাই আমাকে মানসিক শান্তি দিতে পারবে না !
# মাত্র তিনমাস লাগলো
আমার বুঝতে যে :
প্রয়োজনে যাদের জন্য আমি সব ছেড়ে ছুড়ে চলে যেতে চেয়েছি, আমার জরুরী প্রয়োজনে সর্বদা আমার বাবা মা বৌ ছেলে মেয়ে ছাড়া কেউ আমার পাশে সর্বদা থাকবে না। এই জীবনে সবাই আমার একান্ত আপন না। কালকে আমার করোনা কালীন জানাজার সংখ্যাটাই তা প্রমাণ করে দিবে যা অন্যদের ক্ষেত্রে দেখলাম !
# মাত্র তিন মাস লাগলো
আমার বুঝতে যে :
লক্ষ লক্ষ টাকা বিয়ের পেছনে খরচ আর অতিরিক্ত সামাজিকতা না করেও সুন্দরভাবে বিয়ের মৌলিক কাজটুকু করা যায়।
ডুপলেক্স বাড়িতে বিলাসিতা না করেও নিরিবিলিতে একটা ছোট্ট বাড়িতে সংসার গোছানো যায় যেখানে শান্তি অবারিত !
# মাত্র তিন মাস লাগলো
আমার বুঝতে যে :
এই জাগতিক শিক্ষা দিনশেষে আমার তেমন কাজেই আসবে না, যদি আমার জীবনের হিসাবটা আমার কাছে অজানা থেকে যায় !
# মাত্র তিন মাস লাগলো
আমার এটা বুঝতে যে :
এই জগতে এমন অনেক জিনিস আছে যা না হলেও আমি দিব্যি ভাল থাকতে পারি !
# মাত্র তিন মাস লাগলো
আমার বুঝতে যে :
নিত্য নতুন রেস্টুরেন্টে গিয়ে একটা কফির পেছনে ৩০০ টাকা খরচ না করলে আমার কিছুই যাবে আসবে না। বছরে দুই চারটা ট্যুর না দিলেও আমার তেমন কিছুই হবে না !
# মাত্র তিন মাস লাগলো
আমার বুঝতে যে :
আমার আলমারি ভরা কাপড়, সেলফ ভরা জুতা, ড্রয়ার ভরা দামি দামি শতাধিক ব্যান্ডের মেকআপ, এগুলো কোনটাই আমাকে মানসিক শান্তি দিতে পারবে না !
# মাত্র তিনমাস লাগলো
আমার বুঝতে যে :
প্রয়োজনে যাদের জন্য আমি সব ছেড়ে ছুড়ে চলে যেতে চেয়েছি, আমার জরুরী প্রয়োজনে সর্বদা আমার বাবা মা বৌ ছেলে মেয়ে ছাড়া কেউ আমার পাশে সর্বদা থাকবে না। এই জীবনে সবাই আমার একান্ত আপন না। কালকে আমার করোনা কালীন জানাজার সংখ্যাটাই তা প্রমাণ করে দিবে যা অন্যদের ক্ষেত্রে দেখলাম !
# মাত্র তিন মাস লাগলো
আমার বুঝতে যে :
লক্ষ লক্ষ টাকা বিয়ের পেছনে খরচ আর অতিরিক্ত সামাজিকতা না করেও সুন্দরভাবে বিয়ের মৌলিক কাজটুকু করা যায়।
ডুপলেক্স বাড়িতে বিলাসিতা না করেও নিরিবিলিতে একটা ছোট্ট বাড়িতে সংসার গোছানো যায় যেখানে শান্তি অবারিত !
# মাত্র তিন মাস লাগলো
আমার বুঝতে যে :
এই জাগতিক শিক্ষা দিনশেষে আমার তেমন কাজেই আসবে না, যদি আমার জীবনের হিসাবটা আমার কাছে অজানা থেকে যায় !
# মাত্র তিন মাস লাগলো
আমার এটা বুঝতে যে :
আমার পাপ-পূন্যের বোঝা আমাকেই ভোগ করতে হবে। আমার প্রতিটা হিসাব আমার
হয়ে কেউ দিতে যাবে না !
# মাত্র তিন মাস লাগলো
আমার এটা বুঝতে যে :
এতদিন আমি প্রকৃত অর্থে সব ভুল জেনে আসছি লৌকিকতার আবরনে .................!!!
** সংগৃহীত **
0 comments:
Post a Comment