অবিবাহিত যুবক যুবতীরা তো বটেই, অনেক বিবাহিত পুরুষ, মহিলারাও দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে ম্যাসেন্জার, ভাইবার কিংবা হোয়াটসআপ এর মাধ্যমে পরিচিত ও অপরিচিতদের সাথে কথা বলছে, চ্যাট করছে অথবা আরো কতো কিছু!
এতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা ও বিশ্বাসে ফাঁটল ধরছে। অবৈধ সম্পর্ক তৈরি হচ্ছে, যার কারনে একে অপরের কাছ থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে। সন্তানের প্রতি মনোযোগ হারাচ্ছে। ফলে পারিবারিক বন্ধন ভেঙ্গে পড়ছে। ক্রমেই এটি যেনো একটি সামাজিক ব্যাধিতে রুপান্তরিত হচ্ছে!
আমাদের মনে রাখা দরকার,
কোন সৎ, চরিত্রবান পুরুষ অথবা নারী কখনো প্রয়োজন ছাড়া অন্য কোন পুরুষ বা নারীর সাথে ফোনালাপ বা ইনবক্সে চ্যাট করেনা।
যারা করে, তাদের উদ্দেশ্য মহৎ নয়। সে যেই হোক, হতে পারে অফিসের বস্ কিংবা কলিগ, বন্ধুর স্বামী কিংবা স্ত্রী, অথবা কোন ফেসবুক বন্ধু! নিজেকে সাবধানে রাখতে ভুলবেন না।
মনে রাখবেন, যাদের মিষ্টি কথায় এবং অতি ভদ্র আচরণে আপনি মুগ্ধ হচ্ছেন, আপনার কথা শেয়ার করছেন, তারা শুধু আপনার সাথেই নয়, আরো অনেকের সাথেই একই কাজ করে বেড়াচ্ছে।
এইসব ভদ্রবেশী, চরিত্রহীন লম্পটেরা তাদের স্ত্রী ও স্বামীদের প্রতারিত করছে, আপনার অজান্তে আপনারও ক্ষতি করছে! সুতরাং, সাবধান হোন!
নিজের এবং সংসারের সুখের কথা ভেবে এইসব ভদ্র মুখোশধারী চরিত্রহীনদের বর্জন করুন!
আপনি যেমন করবেন আল্লাহও আপনার সন্তানকে তেমনি করাবে।
সংগ্রিহীত : Riyad Gazi ভাইয়ের ওয়াল থেকে
0 comments:
Post a Comment