Sunday, February 20, 2022

গুরুর আশীর্বাদ শিশ্যকে।


 "পারলে একটা বটগাছ হোস! পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে, যাবার সময় হয়ত একটা ডাল ভেঙে নিয়ে যাবে! কত পাখি বাসা বাঁধবে, মলমূত্র ত্যাগ করে নোংরা করবে!কত লতা পরজীবীর মত গজাবে তোকে ঘিরে! কিছু যায় আসে না! বটগাছ বটগাছ‌ই.....তার মহিমা একটা ডাল ভাঙলে কিছু কমে না, পাখির মলমূত্রের নোংরাও কিছু মনে আসে না! ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে, এখানে একটি বটবৃক্ষ ছিল।" 

রামকৃষ্ণ পরমহংস

0 comments:

Post a Comment

Throne