ব্লগার হওয়ার সবচেয়ে ভালো উপায়?
হা ঠিকই দেখেছেন। আপনি কিভাবে কোন টপিক ছাড়া সহজেই ব্লগার হবেন তার একটি সহজ উপায় বলবো।
ব্রেইন ব্যবহার করে। হা মানুষের ব্রেইন হচ্ছে এক আজব জিনিস। এটা যারা ব্যবহার করছে তাই পৃথিবীতে কিছু করতে পেরেছে। আপনিও এই ব্রেইনে ব্যবহার করে একজন ব্লগার হয়ে যেগে পারেন।
প্রথমে আপনি সাথে একটি পকেট ডায়েরি এবং একটিকলম রাখবেন। আপনি যখন একটি বিষয় দেখবেন এবং ঐ বিষয় নিয়ে চিন্তা করবেন দেখবেন ঐ বিষয়ের বিভিন্ন দিক আপনার মনে চলে এসেছে। এবং মজার বিষয় হচ্ছে ঐ বিষয়টি কিন্তু একবারই আপনার মাথায় আসবে। আর আসবে না। তাই ঐ বিষয়ের সংক্ষিপ্ত বিষয় আপনার ডায়েরিতে লিখে রাখুন এবং পরে ডায়রি থেকে আপনার ব্লকে বিস্তারিত লিখুন।
এভাবে লিখতে লিখতে আপনার একজন ব্লগার হয়ে যাবেন। আর হা মনে যা কুরুচিসম্পন্ন বা খারাপ চিন্তাও কিন্তু মনে আসে তাই সবকিছুই লেখা যাবে না।
0 comments:
Post a Comment