ভোরে চট্টগ্রাম থেকে আগত মেহমান রিসিপ্ট করতে গিয়েছিলাম চিটাগাং রোড এলাকায়।অপেক্ষার এক ফাঁকে প্রশ্রাবের হাজত হলে বাসের কাউন্টারম্যানের পরামর্শে বদনা নিয়ে কাউন্টারের পিছনে গিয়ে দেখতে পেলাম আচর্যজনক এক কাহিনী।
সেখানে কেউ প্রসাব করছে,কয়েকজন হকার্স নিছের ছবির দৃশ্যের শশা-আমড়া,পেয়ারা ছিলিয়ে কেমিক্যালের মধ্য ভিজিয়ে নিতেছে।
আলাপচারীতায় এক হকার্স অকপটে স্বীকার করলেন, এগুলো ফরমালিন। তারা জানান, শশা,গাজর,আমড়া,পেয়ারা এসব ছিলে কেটে বিক্রি করতে অনেক সময় লাগে, তাছাড়া রোদে পুড়ে কালার নষ্ট হলে যাত্রীরা কিনতে চায় না।ফরমালিন মিশালে এস ফল দীর্ঘ সময় তাজা দেখায় যাত্রীরাও কিনতে চায়।দীর্ঘ সময় অবিক্রীত থাকলে নষ্ট হয়না।তাই তারা এসব ফলে ফরমালিন মেশায়।
বন্ধুরা,যাত্রাপথে আমরা অথবা আমাদের আদরের ছেলে-মেয়ে -স্ত্রী-পরিজন-বন্ধু- বান্ধব-অনেককে যাত্রাপথে আপ্যায়ন এসব ফল খাই ও খাওয়ায়।এব্যাপারে সতর্ক ও সাবধান হোন!
যারা এসব ফলমূলে ফরমালিন মেশায় তাদের কেউ কেউ ঘুমের ঔষধসহ নানা জ্ঞাননাশক মিশিয়ে অজ্ঞান পার্টির সদস্য হয়ে যাত্রী সাধারনের সর্বশ লুটে নেয়।শুধু তাই নয় এদের কবলে পড়ে অনেক যাত্রী -পথচারী জীবন ও হারাচ্ছে!!
hashtag#সংগৃহিত
0 comments:
Post a Comment