আজকের বিষয়টিও গুরুত্বপূর্ণ: আজকের বিষয়টি হলো অভিভাবক হিসেবে সন্তানের সেক্সুয়াল হ্যারাজমেন্ট বা যৌন হয়রানীমূলক কেস স্ট্যাডি:
একটি মেয়ে সন্তান হয়ে জন্মানো এ সমাজের বাবা মার জন্য বেশ চ্যালেঞ্জিং বিষয়। মেয়েটি বড় হলে পদে পদে হ্যারাজমেন্ট। কেই কোলে নিয়ে বুক টিপে, নিচে হাত দেয়। একটু বড় হলে রাস্তার ছেলেরা বিভিন্ন কথা বলে। স্কুলে গেলে যাওয়া আসার পথে, ছাত্র দ্বারা, এমনকি শিক্ষক পর্যন্তও যৌন হয়রানী করে থাকেন। তো আজকের গল্প সে রকম একটি বাস্তব গল্প:
গল্প:
একটি ছোট মেয়ে । বাবা মা দুজনই চাকরি করে। মেয়ের দেখাশোনা বুয়া করে। সাথে দাড়োয়ান। তো দাড়োয়ানের সাথে বুয়ার অবৈধ সম্পর্ক। এবং দাড়োয়ানের চরিত্র খারাপ। দাড়োয়ান মেয়েটিকে মাঝে মাঝেই কোলে নেয়। কিন্তু একদিন বুয়া ঘুমিয়ে পড়ায় মেয়েটি দাড়োয়ানের কাছে যায়। দাড়োয়ান কাউকে না দেখতে পেয়ে মেয়েটির বুকে হাত দেয়। নিচে হাত দেয়। মেয়েটি যেহেতু ছোট তাই বিকালে মেয়ের মা আসলে মেয়েটি তার মাকে বলে দেয় যে দাড়োয়ান আঙ্গেল আজ তাকে ব্যাথা দিয়েছে।
তো মেয়েকে মানুষ করতে হলে বুয়া বা দাড়োয়ানের কাছে রাখবেন না। চাকরি ছাড়ুন না হলে অপরনীয় ক্ষতি হয়ে যাবে।
একটি মেয়ে সন্তান হয়ে জন্মানো এ সমাজের বাবা মার জন্য বেশ চ্যালেঞ্জিং বিষয়। মেয়েটি বড় হলে পদে পদে হ্যারাজমেন্ট। কেই কোলে নিয়ে বুক টিপে, নিচে হাত দেয়। একটু বড় হলে রাস্তার ছেলেরা বিভিন্ন কথা বলে। স্কুলে গেলে যাওয়া আসার পথে, ছাত্র দ্বারা, এমনকি শিক্ষক পর্যন্তও যৌন হয়রানী করে থাকেন। তো আজকের গল্প সে রকম একটি বাস্তব গল্প:
গল্প:
একটি ছোট মেয়ে । বাবা মা দুজনই চাকরি করে। মেয়ের দেখাশোনা বুয়া করে। সাথে দাড়োয়ান। তো দাড়োয়ানের সাথে বুয়ার অবৈধ সম্পর্ক। এবং দাড়োয়ানের চরিত্র খারাপ। দাড়োয়ান মেয়েটিকে মাঝে মাঝেই কোলে নেয়। কিন্তু একদিন বুয়া ঘুমিয়ে পড়ায় মেয়েটি দাড়োয়ানের কাছে যায়। দাড়োয়ান কাউকে না দেখতে পেয়ে মেয়েটির বুকে হাত দেয়। নিচে হাত দেয়। মেয়েটি যেহেতু ছোট তাই বিকালে মেয়ের মা আসলে মেয়েটি তার মাকে বলে দেয় যে দাড়োয়ান আঙ্গেল আজ তাকে ব্যাথা দিয়েছে।
তো মেয়েকে মানুষ করতে হলে বুয়া বা দাড়োয়ানের কাছে রাখবেন না। চাকরি ছাড়ুন না হলে অপরনীয় ক্ষতি হয়ে যাবে।
0 comments:
Post a Comment