Monday, July 20, 2020

অজান খবর না জানিলে কীসের ফকিরি ।


অজান খবর না জানিলে কীসের ফকিরি ।
যে নূরে নূরনবি আমার তাহে আরশে বারি ।।

বলব কি সেই নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা
ধরতে গেলে না যায় ধরা
যৈছেরে বিজরি ।।

মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঐ নূর ঝলক দিচ্ছে তারি ।।

সিরাজ সাঁই বলে রে লালন
কর গে আপন দেহের বলন
নূরে নীরে করে মিলন
থেক রে নেহারি ।।

এই  গানটির মর্মার্থ আমি যা বুঝতে পেরেছি তা হলো। মানুষের শরীরের বিভিন্ন চক্র থাকে তার সবচেয়ে নিচের চক্র হচ্ছে মূলাধার। এই মূলাধারই শক্তির আকর। আপনি একে বিভিন্নভাবে জাগ্রত করতে পারেন। আপনি সুষম খাবার এবং শক্তিবৃদ্ধি করে এমন খাবার খেলে এটা সাময়িক জাগ্রত হয় কিন্তু আপনার ভিতরে প্রেমভাব সৃষ্টি হবে না। যদি আপনি ধ্যান করেন তাহলে এই চক্র জাগ্রত হবে এবং সাথে প্রেমভাব সৃষ্টি হবে। আপনার থেকে নূর বের হবে। যেই দেখবে সেই মুগ্ধ হবে। মানুষের প্রতি, জীব জগতের প্রতি প্রেমভাব অনুভব হবে। আপনি সফল হবেন।

তাই লালন বলছে মুলাধারের মূল সেহি নূর মানে মূলাধারেই সেই নূরের সৃষ্টি। আপনার মূলাধারের যদি জাগ্রত বা বৃদ্ধি না হয় তাহলে সংসার জীবনেও অশান্তি হয়। শরীরে শক্তি থাকে। প্রেম থাকে । আর নীর হচ্ছে পানিয় বা বীর্য। 

0 comments:

Post a Comment