Saturday, July 4, 2020

প্রেম love



আজকালকার যুগে প্রেমের নামে যেটা হয় সেটা হচ্ছে কাম। একজনের সাথে প্রেম করতে গেলেই হাত ছোয়া, হাত ধরা, চুম্মা দেয়া, জড়িয়ে ধরা সহ শারীরিক সম্পর্ক তো রয়েছেই। আর এই কামের স্বীকার হয় বোকা মেয়েরা। ছেলেরা অধিকাংশ সময় টাইম পাস করার জন্য প্রেম করে। যার কারণে তাদের আবেগটা একটা বেশি দেখায়। কারণ তারাতো জানে কিভাবে একটা মেয়েকে পটাতে হবে। আর বোকা মেয়েরা সেই জালে ফেসে যায়। আর তারা তাদের শরীর স্পর্শ করা জড়িয়ে ধরা চুম্মা দেয়া এমনকি শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যার সাথে প্রেম করছে তার সাথে বিয়ে হচেছ না। আর যার সাথে বিয়ে হচ্ছে এরপর তারসাথে সংসার জীবন সুখের হচ্ছে না। তো পরে স্বামীর দোষ হয়। কিন্তু স্বামী বেচারা আশা করেছিল একজন ভার্জিন বউ। কিন্তু সে পেল একজন আনভর্জিন। তো সে সবসময় ই মনে কষ্ট চেপে রাখে আর সংসার জীবন পার করে। 

এক্ষেত্রে বোকা মেয়েরা যার সাথে প্রেম করছে তাকে কিন্তু বলতে পারে বিয়ের আগে কোন শারীরিক সম্পর্ক নয়। তাহলে কিন্তু ছেলের সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা 90% হয়। তানা ছেলেরা যদি বলে তোমাকেতো বিয়েই করবো তখনই মেয়ে তাকে শারির দিতে রাজী হয়ে যায়। আর এই সুযোগ নিয়ে ছেলেরা কেটে পড়ে।

আর দ্বিতীয় বিষয় হচ্ছে মেয়েরা অসচেতন এবং দুর্বল। তারা হাটাচলা করে যেখানে গেলে ভয়ের কারণ আছে সেই স্থান দিয়ে। যার কারণে তারা রেপের স্বীকার হয়। আর রেপের স্বীকার হলে সে গোপন রাখে এবং তার মা বাবা ও গোপন রেখে বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরবর্তীও সংসার সুখের হয় না। তাই এক্ষেত্রেও উচিত এটা নিয়ে আইনের আশ্রয় নেয়। তাহলে রেপকারীর শান্তির পাশাপাশি সে আর কোন মেয়েকে রেপ করার সুযোগ পায় না। আর যে বিয়ে করবে সে রেপ করা মেয়েকে তালাক দেয়া বউ হিসেবে বিয়ে করবে। 

তো বোকা মেয়েরা এখন থেকে সাবধান প্রেম করছো ভালো কথা বিয়ের আগে আর শরীরিক স্পর্শ করতে দিয়ো না। সে যদি তোমাকে ছেড়ে যায় তাহলে যেন নিয়ও সে প্রেমিক ছিল না। সে কামুক ছিল। কামুককে ছাড়াই উত্তম।

0 comments:

Post a Comment