কে ক্রিকেট খেললো, কে ভলিবল... কে বাইক চালালো, কে ওড়না পড়লো না...কে শ্বশুড়বাড়িতে গিয়ে কী খেলো... সারাদিন তো আছেন এইসব হাবিজাবি নিয়ে। তর্ক করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন। কালকের নিউজ পড়েছেন? না পড়ে থাকলে আমি শোনাই আসেন-পরিবারে একটু প্রশান্তির আশায় সৌদি আরবে গিয়েছিল ১৪ বছরের কিশোরী কুলসুম। সেখানে গিয়ে চাকরি আর বেতনের পরিবর্তে তাকে হতে হয় চরম নির্যাতনের শিকার। নির্মম অত্যাচার সহ্য না করতে পেরে সৌদি আরবের একটি হাসপাতালেই ফুরিয়ে যায় তার জীবন প্রদীপ, ৯ আগস্ট তারিখে। (হ্যা, নিউজ হয়েছে কালকে। হবেই তো। মিডিয়া ব্যস্ত ছিল ফটোশুট নিয়ে, মিথিলা শ্বশুড়বাড়িতে কী খেল তাই নিয়ে)
সৌদি আরবে গৃহকর্তা ও তার ছেলে মিলে কুলসুমের দুই হাঁটু, কোমর ও পা ভেঙে দেয়। এর কিছুদিন পর একটি চোখ নষ্ট করে রাস্তায় ফেলে দেয়... আমি লিখে দিতে পারি যে বাচ্চা মেয়েটি ব্রুটালি রেপড হয়েছিল। যতটা জঘন্যভাবে হওয়া সম্ভব, তাই হয়েছিল।
সৌদিতে বাংলাদেশি পরিচারিকা মানেই ভোগবস্তু...
অতীতেও এমন হয়েছে, বারবার হয়েছে, আপনারা চুপ ছিলেন। আগামীতেও হবে, আপনারা চুপই থাকবেন। কারণ সৌদির এই অন্যায়-অত্যাচার নিয়ে লিখলে ভাইরাল হওয়া যায় না, উল্টা পা চাটা শুয়োরের পাল তেড়ে আসে...
কিন্তু কী জানেন?
সৌদি আরবে গৃহকর্তা ও তার ছেলে মিলে কুলসুমের দুই হাঁটু, কোমর ও পা ভেঙে দেয়। এর কিছুদিন পর একটি চোখ নষ্ট করে রাস্তায় ফেলে দেয়... আমি লিখে দিতে পারি যে বাচ্চা মেয়েটি ব্রুটালি রেপড হয়েছিল। যতটা জঘন্যভাবে হওয়া সম্ভব, তাই হয়েছিল।
সৌদিতে বাংলাদেশি পরিচারিকা মানেই ভোগবস্তু...
অতীতেও এমন হয়েছে, বারবার হয়েছে, আপনারা চুপ ছিলেন। আগামীতেও হবে, আপনারা চুপই থাকবেন। কারণ সৌদির এই অন্যায়-অত্যাচার নিয়ে লিখলে ভাইরাল হওয়া যায় না, উল্টা পা চাটা শুয়োরের পাল তেড়ে আসে...
কিন্তু কী জানেন?
আমার আপন ফুপাতো ভাইকে সৌদিতে হত্যা করা হয়েছিল। তার সেই বীভৎস লাশ দেখে আমরা জেনেছি ওই দেশে বাংলাদেশি ওয়ার্কারদের সাথে কী কী করা হয়। গ্রামের সাদাসিধা ছেলে আমার সেই ভাইটা শুধু ফোন করে জিজ্ঞাসা করতো- "তোদের জন্যে কী আনবো? কী আনবো?" তার আর আসা হয় নি, এসেছিল তাঁর লাশ। মৃত্যুর অনেক মাস পরে তার জমাট বাঁধা বরফ শীতল লাশ.... যে লাশ দেখার পরে আমার আব্বু আর কোনদিনও আগের মত হতে পারেন নাই, বদলে গেছেন চিরকালের মত!
আপনারা থাকেন ক্রিকেট খেলা আর বাইক চালানোর ফটোশুটীয় শো অফ নিয়ে। কুলসুমেরা মরে যাক। এই দেশে কুলসুমদের মরাই উচিত। মাথামোটা গর্দভদের দেশে কুলসুমদের জন্যে দুই ফোঁটা চোখের পানি ফেলারও কেউ নাই...
আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, আমি সহ্য করতে পারছি না-
ওই ১৪ বছরের বাচ্চা মেয়েটা আমার কেউ হতে পারতো... ওই মেয়েটা আমার কন্যাও হতে পারতো!
Copy
https://bangla.dhakatribune.com/bangladesh/2020/09/13/27382/%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8,-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE?fbclid=IwAR0CKq6R9y466CUgjYcIV9PGRxP__41sASwJJcCcFnuFYqd_yon2c4oQiIE
0 comments:
Post a Comment