অভিজ্ঞতা
আমি ফ্রিল্যান্সারে একাউন্ট করে বিভিন্ন কাজে বিড করছি। তো এমন হয় ইন্ডিয়ান এক ভায়ারের ডাটা এন্ট্রি কাজেও বিড করেছি। সে আমাকে ম্যাসে দিয়ে আমার ইমেইল চায়। তো আমি দিয়েও দি। এরপর ইমেইলে সে আমাকে কাজ করার এবং দেয়ার প্রসেসগুলো ডিটেইলস বলে। যে, 1200 ডলারের কাজ। কিন্তু করতে হবে তাদের সার্ভারে। আর সার্ভার স্পেস কিনে নিতে মাত্র 100 ডলার ব্যয় করতে হবে। এবং তাদের পেমেন্টের কিছু ডকুমেন্টসহ মেইল করে। তো আমি তাদের বলেছি যে, আমি আগের থেকে পেমেন্ট করে কোন কাজ করি না। যদি কাজ দিতে চান তাহলে কাজ করে ঐ কাজের বিল থেকে আপনাদের সার্ভার ভাড়া কেটে রাখবেন। এরপর সে হাওয়া। আর কোন যোগাযোগ করেনি।
তো অনলাইনে ইনকাম করতে চাইলে আগে থেকে অনেক কিছুই খরচ করা লাগে যেমন ডোমেইন কেনা, হোস্টিং কেনা, থিম কেনা ইত্যাদি। তারপরও এভাবে কেই বললে ফাঁদে পা দিবেন না।
ফ্রিতে কোন কাজই করবেন না। তারণ যতফ্রি কাজের অফার আছে সবগুলো যে প্রমোট করে সেই মূল মুনাফা ভোগ করে আপনাকে সামান্যই প্রদান করে। যা আপনার পরিশ্রমের কিছুইনা।
0 comments:
Post a Comment