আমার অনলাইনের অভিজ্ঞতা-03
এরপর পরিচিত একজনের কথায় ভিপিএন ব্যবহার করে ভিডিও দেখার কাজ করার জন্য ভিপিএন ক্রয় একাউন্ট ভেরিফাইন করে 6000 টাকা খরচ করি। কিন্তু একাউন্টে যে অন্য আরএকজনকে আমার আন্ডারে একাউন্ট আপগ্রেড না করাতে পারলে যে, আমি ইউথড্রো দিতে পারবো না। এটা সে বলেনি। তারপরও 20 ডলার পর্যন্ত ইনকাম করেছিলাম। সাইটিই বন্ধ হয়ে গেছে।
মোদ্দা কথা: কেউ যদি বলে যে আপনার একাউন্টে কাউকে রেফার না করলে আপনি টাকা পাবেন না এখানে না যাওয়াই উত্তম। আর ভিপিএন ব্যবহার করে কাজ না করাও উত্তম।
এরপর ফাইবারে কাজ শুরু করি। ভাইবারে মোটামুটি 20 ডলার হয়েছে । এই হলো আমার ফ্রিল্যাসিং এর প্রথম দিকের অভিজ্ঞতা। এরপর আরো একটি বড় অভিজ্ঞতা আছে অন্য সময় বলবো।
আর হা আমার িএকটি ভিসা ফরম পূরণ সংক্রান্ত ইউটিউব চ্যানেল আছে কারো যদি কোন দেশের ভিসা ফরম পূরণ করা লাগে তাহলে আমার চ্যানেলে মোটামুটি সব দেশেরই ভিসা ফরম ফিলআপের টিউটোরিয়াল পাবেন।
0 comments:
Post a Comment