আমার অনলাইনের অভিজ্ঞতা-02
এর পর আসলো ইয়োনলা। একই মেনটর। তো ইয়োনলায় বললো ভাই ডোমেইন হোস্টিং কিনেন। ভালো কাজ করতে পারবেন। কিনলাম ডোমেইন এবং হোস্টিং ই মেইল স্টেডার ইত্যাদি। প্রতি মাসে 2000 টাকা করে লাগতো। দুই মাস কাজ করলাম 1000 ফ্রি ম্যাডল। কিন্তু আমার একাউন্টে কেই আপগ্রেড না করলে টাকা উঠাতে পারবো না। ঝামেলা। তো অনেক কষ্টের পরে একজনে আপগ্রেড করল। এরপর আমার একাউন্ট দিয়েই 03 জন নিয়ে সাবলিংক দিয়ে কাজ শুরু করলাম। এবার বেশ ভালোই হলো সব মিয়ে 04 মাসে খরচ 8 হাজার ইনকাম 8000 কিন্তু তাদের পেমেন্ট সিস্টেম পেপালে থাকার কারণে এক জনকে 1000 টাকা দিলাম পেপলা তৈরি করে 5 ডলার দিয়ে দিবে বলে। ঠিকই তৈরি করে দিল কিন্তু 5 ডলার আর দিল না। তার পর দুই তিন বার লগইন করার পর সেটাও নস্ট। এরপর আমি নিজেও দুইতিনবার নিজের পেয়নিয়ার দিয়ে চেষ্টা করে ব্যার্থ হয়ে পরিচিত একজনের একাউন্টে ইউথড্রো দিয়েছি। ইউথড্রো দেয়ার পরই পেপাল নষ্ট আবার টাকা ক্লেইম করে কোম্পানীর কাছে নিয়ে অন্য পেপালে দিয়েছি সেটাও নষ্ট এবং ক্লেইম করেছি। এরপর আর দেয়নি।
মোদ্দা কথা: এফিলিয়েট করতে গেলে আপনাকে পেইড ম্যাধম ব্যবহার করতে হবে। তাতে যা আয় করবেন তার 3 ভাগ খরচ হয়ে যাবে। সাথে শ্রম।
0 comments:
Post a Comment