আমার অনলাইনের অভিজ্ঞতা-01
আমি প্রথমে ইশিখন থেকে এফিলিয়েট মার্কেটিং শিখি এবং আমার মেন্টরের সাথেই এফিলিয়েট করতে থাকি। প্রথমে আমি রুমস্টার দিয়ে কাজ শুরু করি এবং তার একাউন্ট দিয়েই কাজ করি। তো তার সাথে রুমস্টারে কাজ করার সময় সবমিলিয়ে 2 মাসে 600 টাকা আয় করি। ফ্রি ম্যাথডে।
0 comments:
Post a Comment