উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (baube) বিএ/বিএসএস মার্কশীপ ও সার্টিফিকেট তোলার জন্য যা যা করবেন:
01। মার্কশীট ও সার্টিফিকেট তোলার জন্য একটা আবেদন ফরম পূরণ করে দিতে হবে।
02। শিক্ষার্থী কার্ডের ফটোকপি ও মূলকপি জমা দিতে হবে। (মূল কিপি দেখে ফটোকপি জমা নিবে)
03। ভোটার আইডি কার্ড ফটোকপি ও মূলকপি জমা দিতে হবে। (মূল কিপি দেখে ফটোকপি জমা নিবে)
04। অন-লাইন থেকে উঠানো একটা অন-লাইন মার্কশীটের কপি জমা দিতে হবে।
05। এসএসসি পাশের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ও মূল কপি জমা দিতে হবে। (মূল কিপি দেখে ফটোকপি জমা নিবে)
যে শিক্ষার্থীর মার্কশীট ও সার্টিফিকেট অবশ্যই তাকে আসতে হবে অন্য কাউকে দিয়ে মার্কশীট ও সার্টিফিকেট দেওয়া হয় না।
1992সাল থেকে 2013 সালের মধ্যে যারা পাশ করেছেন তাদের 300+400=700 টাকা দুইটি ব্যাংক রশীদে জনতা ব্যাংক গাজীপর শাখায় জমা দিতে হবে। তবে 2014 সাল থেকে 2021 সালের মধ্যে যারা পাশ করেছেন তাদের কোন টাকা জমা দিতে হবে না।
যে শিক্ষার্থীর মার্কশীট ও সার্টিফিকেট অবশ্যেই তাকে আসতে হবে অন্য কাউকে দিয়ে মার্কশীট ও সার্টিফিকেট দেওয়া হয় না। সকাল 9:00 টা থেকে 11:00 টার মধ্যে মার্কশীট ও সার্টিফিকেট উঠানোর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয় এবং তাদেরকে দিনের দিন মার্কশীট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বেলা 11:00 টার পরে কাগজপত্র জমা নেওয়া হয় না।
সাপ্তাহিক বন্ধ: শনি ও রবিবার
ফোন: 0249273180 (মোবাইল থেকেও ফোন করতে পারবেন)
0 comments:
Post a Comment