Wednesday, October 27, 2021

বি এ নাকি বি এস এস বাউবির বিষয় নির্বাচন

 বাউবির জনপ্রিয় একটি প্রোগ্রামের নাম বিএ এবং বিএসএস। অনেকের ধারণা এ প্রোগ্রামে পাস করলে সনদে বি এ এবং বিএসএস লেখা থাকবে, যা সঠিক নয়। বিষয়টি আলোচনা করছি।

বাউবি'র বি এ এবং বিএসএস প্রোগ্রামটি ০৩ বছর মেয়াদি বা ০৬ সেমিস্টারে সম্পন্ন হয়। প্রতি বছর ০২ সেমিস্টার করে পরীক্ষা দিতে হবে। কারো ইচ্ছে বিএ ডিগ্রি বা কারো বিএসএস ডিগ্রি নেওয়া কিন্তু সঠিক ধারণা না থাকায় সনদ পাওয়ার পর অনেকে মনোকষ্টে ভোগেন। তাই সঠিক সিদ্ধান্ত নিতে এ আলোচনা। বিএ এবং বিএসএস প্রোগ্রামে অনেকগুলো বিষয় আছে; যেমন বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান,অর্থনীতি, ভূগোল, দর্শন, ইতিহাস, ইসলামিক স্টাডিজ। ১ম সেমিস্টারের বিষয়গুলো সকলের জন্য বাধ্যতামূলক, এখানে বিষয় পছন্দ করা যায় না। ২য় সেমিস্টারে এসে পছন্দমত অপশনাল বিষয় নিতে হয় এবং এর ওপরই নির্ভর করে আপনার ডিগ্রির নাম কি হবে, বিএ নাকি বিএসএস। ২য় সেমিস্টারে আবশ্যিক বাংলার সাথে ০৩ টি অপশনাল বিষয় নিতে হবে। বুঝানোর জন্য অপশনাল বিষয়কে আমি ০২ ভাগে দেখাচ্ছি; ক) দর্শন, ইতিহাস, ইসলামিক স্টাডিজ খ). সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও ভূগোল এখন ' ক' গ্রুপ হতে ০২ বিষয় এবং খ গ্রুপ হতে ০১ বিষয় নিলে হবে বিএ বা ব্যাচেলর অব আর্টস। ' খ ' গ্রুপ হতে ০২ বিষয় এবং ক গ্রুপ হতে ০১ বিষয় নিলে হবে বিএসএস বা ব্যাচেলর অব সোশ্যাল সাইন্স। লক্ষ্যনীয় বিষয় হলো একই গ্রুপ হতে ০৩ টি বিষয় নেওয়া যাবে না। উভয় গ্রুপে বাংলা আবশ্যিক বিষয় থাকবে। ৩য় সেমিস্টার হতে ৬ষ্ঠ সেমিস্টার পর্যন্ত একই অপশনাল বিষয় থাকবে এবং এ সময়ে আর বিষয় পরিবর্তন করা যাবে না। তাই নিজ বিবেচনায় ও বুদ্ধিমত্তার আলোকে বিষয় নির্বাচন করতে হবে। আপনি কি ভালো বুঝেন, কোনটি মনে থাকে, কি পড়তে ভালো লাগে, সে সিদ্ধান্ত একান্তই আপনার, তাই অন্যের বুদ্ধিতে বিষয় ঠিক করা সমীচিন নয়। যেমন ইতিহাস কারো কাছে খুব সোজা কিন্তু আপনার সাল ও জায়গার নাম মনে না থাকলে আপনার জন্য কঠিন। অর্থনীতি খুব ভালো বিষয় কিন্তু আপনাকেও ভালো স্টুডেন্ট হতে হবে, একটু অংক বুঝতে হবে--- বিধায় নিজ বিবেচনায় বিষয় নির্ধারণ করে কোন ডিগ্রি নিতে চান তা পছন্দ করুন। আপনার বন্ধুকেও বিষয়টি বুঝিয়ে বলুন।

0 comments:

Post a Comment